AMAZING FREE GIFT OFFER FOR USA

Saturday, December 18, 2021

ডিগ্রী প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র সাজেশন পরীক্ষা 2020 অনুষ্ঠিতব্য 2021

 

 

ডিগ্রী প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র সাজেশন

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন
ক বিভাগ
---->যেসকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেই গুলো অবশ্যই একবার করে হলেও দেখে যেতে হবে।


সংক্ষিপ্ত প্রশ্ন
খ বিভাগ

১. সংশয়বাদ কি?
২. দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত?
৩. দর্শন ও ধর্মের মধ্যে সম্পর্ক লিখ।
৪.জন লক কিভাবে ডেকার্ডের সহজাত ধারণা খণ্ডন করেন?
৫. ভাব বাদ বলতে কি বুঝ?
৬. প্রয়োগবাদ কি?
৭. জড় কি?
৮. সৃজনমূলক বিবর্তন বলতে কী বোঝ?
০৯. বিবর্তনবাদ কাকে বলে?
১০.পরমসত্তা সম্পর্কে মতবাদ হিসেবে একত্ববাদ আলোচনা করো।
১১. দেহ ও মনের সড়ক সম্পর্কীয় ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ আলোচনা করো।
১২. সৎ মূল্য ও পরতমূল্য ব্যাখ্যা কর ও পরীক্ষা করো।
১৩. নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রনবাদ এর মধ্যে পার্থক্য নির্ণয় করো।

 


 

 রচনামূলক প্রশ্ন
গ বিভাগ
১. দর্শনের পরিধি পরিসর ও বিষয়বস্তু আলোচনা করো।

২. দর্শনের পদ্ধতি হিসেবে সংশয়বাদ ব্যাখ্যা করো।
৩. দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো।
৪. জ্ঞান উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা দাও।
৫. জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ আলোচনা করো।
৬. বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো।
৭. সত্য বিষয়ক মতবাদ হিসেবে অনুরূপতাবাদের একটি বিচারমূলক ব্যাখ্যা দাও।
৮. দেশ ও কাল বিষয়ীগত  না বিষয়গত আলোচনা করো।
৯. সত্তা সম্পর্কিয় মতবাদ হিসেবে একত্ববাদ ও দ্বৈতবাদ ব্যাখ্যা করো ।

 

 


No comments:

Post a Comment