AMAZING FREE GIFT OFFER FOR USA

Saturday, December 18, 2021

ডিগ্রী প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র সাজেশন পরীক্ষা 2020 অনুষ্ঠিতব্য 2021

 

ডিগ্রী প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র সাজেশন

 অতি সংক্ষিপ্ত প্রশ্ন
ক বিভাগ

---->যেসকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন সালে বেশি বেশি এসেছে সেই গুলো অবশ্যই একবার করে হলেও দেখে যেতে হবে।



খ বিভাগ  ও গ বিভাগ


অধ্যায় এক

সংক্ষিপ্ত প্রশ্ন


১. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়?
২.সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য বর্ণনা কর?
৩. মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো?

রচনামূলক প্রশ্ন
১.ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২. অর্থনীতির মৌলিক সমস্যা সমূহ কি? কিভাবে এই সমস্যা সমাধান করা যেতে পারে?
৩. পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য লিখ।

অধ্যায় দুই
সংক্ষিপ্ত প্রশ্ন
১. চাহিদা সূচি কি?
২. চাহিদা রেখা কি?
৩.চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী হয় কেন?
৪. চাহিদার স্থিতিস্থাপকতা কি?

রচনামূলক প্রশ্ন
১. চাহিদার পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল আলোচনা কর।
২.ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো।
৩. চাহিদা রেখার কোন একটি নির্দিষ্ট বিন্দুতে কিভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করা যায়?

অধ্যায় 3
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের ধারণা দাও।
২. সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. সমপ্রান্তিক উপযোগ বিধিটি কি?

রচনামূলক প্রশ্ন


১. সীমাবদ্ধতা সহ ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করো।
২.ভোক্তার ভারসাম্য কিভাবে সমপ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো।

 


 অধ্যায় 4
সংক্ষিপ্ত প্রশ্ন

১. নিরপেক্ষ রেখা কি?
২. ভোক্তার উদ্বৃত বলতে কি বুঝ?
৩. নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর।

রচনামূলক প্রশ্ন
১. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য আলোচনা কর।

অধ্যায় 5
সংক্ষিপ্ত প্রশ্ন

১. উৎপাদনের উপকরণ সমূহ কি কি?
২. মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা দাও।
৩. মাত্রাগত উৎপাদন বলতে কি বুঝ?
৪. সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ।

রচনামূলক প্রশ্ন
১. মাত্রাগত উৎপাদন কত প্রকার ও কি কি?
২. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করো।

অধ্যায় 6
সংক্ষিপ্ত প্রশ্ন

১. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
২. মোট গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৩. দীর্ঘকালীন গড় ব্যায় রেখাকে এনভেলপ রেখা বলা হয় কেন?

রচনামূলক প্রশ্ন
১. স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন।

অধ্যায় 7
রচনামূলক প্রশ্ন


১. পূর্ণ প্রতিযোগিতামূলক  বাজারে একটি ফর্ম কিভাবে ভারসাম্যে উপনীত হয় তা ব্যাখ্যা কর।
২. কোন অবস্থায় পূর্নপ্রতিযোগি ফার্ম স্বল্পকালে লোকসান স্বীকার করলেও উৎপাদন চালিয়ে যেতে পারে?

অধ্যায় 8
সংক্ষিপ্ত প্রশ্ন

১. অলিগোপলি বাজার এর সংজ্ঞা দাও।
২.কার্টেন ভেঙে যায় কেন?

রচনামূলক প্রশ্ন
১. অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।

অধ্যায় 9
সংক্ষিপ্ত প্রশ্ন

১. খাজনা কি?
২. সুদ কি?

রচনামূলক প্রশ্ন
১. বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অসুবিধা আলোচনা করো।
২. বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি আলোচনা কর।
৩. রিকার্ডোর খাজনা তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা কর।

 

No comments:

Post a Comment